এইদিন ওয়েবডেস্ক,উগান্ডা,১৭ ডিসেম্বর : বাড়ির পাশে লেকের কাছে খেলা করছিল ২ বছরের এক শিশু । সেই সময় একটি দৈত্যাকার জলহস্তী তাকে গিলে ফেলে । স্থানীয় এক ব্যক্তি পাথর ছুড়তে শুরু করলে ভয় পেয়ে শিশুটিকে উগলে দিয়ে গভীর জলে পালিয়ে যায় জলহস্তীটি । ঘটনাটি ঘটেছে উগান্ডায় ।
বলা হচ্ছে,গত ৪ ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছিল । কোনো এক ব্যক্তি ঘটনার দৃশ্য ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন । সম্প্রতি তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা জানাজানি হয় ।
জানা গেছে,দক্ষিণ-পশ্চিম উগান্ডার কাসেজে জেলার লেক এডওয়ার্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্ক (Queen Elizabeth National Park) । ওই পার্কের পাশেই বাড়ি ইগা পল(Iga Paul) নামে ওই শিশুটির । ঘটনার দিন লেকের পাশে যখন সে খেলা করছিল সেই সময় ওই জলহস্তীটি আচমকা তাকে আক্রমণ করে দেয় । জলহস্তীটি শিশুটির মাথা ধরে তার শরীরের অর্ধেক গিলে ফেলে । ক্রিসপাস ব্যাগনজা (Chrispas Bagonza) নামে স্থানীয় এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি । তিনি জলহস্তীর কবল থেকে শিশুটিকে বাঁচানোর জন্য পাথর ছুড়তে শুরু করেন । তখন জলহস্তিটি শিশুটিকে উগলে দিয়ে পালিয়ে যায় ।ছেলেটির জীবন বাঁচানোর জন্য পুলিশ বাগনজার প্রশংসা করেছে । এদিকে ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা গেছে ।।