এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২১ সেপ্টেম্বর : হাওড়ার সাঁকরাইলে বসে আমেরিকার এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিল শেখ আয়ুব রাজা নামে এক প্রতারক । একটা সফ্টটওয়ারের সাহায্যে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০,০০০ মার্কিন ডলার হাতিয়ে নিজের ক্রিপ্টো অ্যাকাউন্টে ‘ট্রান্সফার’ করে নেয় সাঁকরাইলের ওই যুবক । মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেসের অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ । সরকারি আইনজীবী তারাগতি ঘটক আদালতে জানিয়েছেন যে অভিযুক্ত শেখ আয়ুবের অ্যাকাউন্টে টাকা আসার প্রমান মিলেছে । তিনি এর পিছনে একটা বড়সড় চক্র কাজ করছে বলে সন্দেহ প্রকাশ করেছেন । এদিকে পুলিশ তদন্তে জানতে পেরেছে যে বিদেশিদের প্রতারণার টাকা দুবাইতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। এরপর সেটিকে ক্রিপ্টোতে বদলে ফেলে নিজের ক্রিপ্টো অ্যাকাউন্টে নিয়ে আসত শেখ আয়ুব । পরে ভারতীয় টাকায় বদলে ফেলত। এমনকি, হাওড়া তে বসে সে বিট কয়েনের কারবার চালাচ্ছিল বলেও পুলিশ জানতে পেরেছে । শনিবার ওই প্রতারককে আদালতে তুলে ৬ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
কিভাবে ওই মার্কিন নাগরিককে ফাঁসিয়েছিল সাঁকরাইলের শেখ আয়ুব ?
মিডিয়া রিপোর্টে জানা গেছে,প্রতারিত মার্কিন নাগরিকের একটি প্রিন্টার খারাপ হয়ে গিয়েছিল । মেরামতির জন্য মেকানিক খুঁজছিলেন তিনি । একদিন গুগুল সার্চ করতে গিয়ে একটি হোয়াটস নম্বর নজরে পড়ে তার । তিনি ওই নম্বরে মেসেজ করে প্রিন্টার খারাপের বিষয়টি জানান । তখন মার্কিন নাগরিককে লিঙ্ক পাঠিয়ে বলা হয় যে সেটি তার সফ্টটওয়ার মেশিনে আপলোড করলেই তার প্রিন্টারের সমস্যা সব জানা যাবে এবং সমস্যার সমাধান হয়ে যাবস । কিন্তু মার্কিন নাগরিক ঘুণাক্ষরেও টের পাননি যে ওই লিঙ্কটিই আসলে প্রতারণার একটা ফাঁদ । যথারীতি কথামত কাজ করেন ওই মার্কিন নাগরিক । আর তার অব্যবহিত পরেই তার মোবাইলে মেসেজ আসে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০,০০০ মার্কিন ডলার কোথাও ট্রান্সফার হয়ে গেছে । এরপর তিনি আমেরিকার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসেসের দপ্তরে অভিযোগ দায়ের করেন। সেখানকার সাইবার সেল তদন্তে জানতে পারেন যে প্রতারক পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাসিন্দা । এরপর তারা স্থানীয় পুলিশের সহায়তা নিলে সাঁকরাইল থানা এলাকার পাঁচপাড়ার বাসিন্দা শেখ আয়ুব রাজাকে গ্রেফতার করে পুলিশ ।
প্রসঙ্গত,দেশে অনলাইন লেনদেন যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা । সাইবার সেল সক্রিয় হলেও প্রতারকরা তাদের নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে মানুষকে প্রতারণার শিকার বানাচ্ছে । সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক পাঠিয়ে প্রতারণার ঘটনা ব্যাপক বেড়ে গেছে । এনিয়ে বারবার কেন্দ্র সরকার দেশবাসীকে সতর্ক থাকার জন্য নিয়মিত মোবাইলে মেসেজও পাঠাচ্ছে । কিন্তু তার পরেও এই ধরনের সাইবার প্রতারণার ঘটনা বন্ধ হয়নি ।।