এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৩ জুন : আজ সোমবার নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গননা হয়েছে ৷ জিতেছে তৃণমূল । কালীগঞ্জের এলাকায় এলাকায় বের হয়েছে তৃণমূলের বিজয় মিছিল । তার মধ্যে কালীগঞ্জের মোলান্দি এলাকায় তৃণমূলের বিজয় মিছিল থেকে এক সিপিএমের কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ । সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর । জানা গেছে,মৃত মেয়টির নাম তমন্না খাতুন । সেই সময় মা ও ভাইয়ের সাথে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই কিশোরী । কিন্তু বোমা লেগে কার্যত ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন । পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে বলে খবর ।
মৃত কিশোরীর শোকার্ত মা কাঁদতে কাঁদতে সংবাদমাধ্যমের কাছে বলেছেন,’বাড়ির সামনে আমার মেয়ে ও ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম । সেই সময় শয়তানের দল এসে বোমাটা ফেলল । আমি আর ছেলে ছিটকে পড়ে যাই, আর মেয়েটা শেষ হয়ে গেল।’ তার অভিযোগ,’সকাল থেকেই বোমাবাজি চলছে। আমার বাবার সময় থেকেই আমরা সিপিএমকে ভোট দিচ্ছি। আমরা সরাসরি রাজনীতি করি না, রাজনৈতিক কর্মীও নই। তবুও আজ আমার ছোট্ট মেয়েটাকে প্রাণ হারাতে হল।’
স্থানীয় সিপিএম কর্মী বাদশা শেখের অভিযোগ,’ওরা বলে বলে সিপিএমের কর্মীদের নিশানা করছিল ৷’ যদিও তৃণমূল শাসিত নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আহমেদ মনে করছেন যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র । তবে তিনি অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশের কাছে ।।

