পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০২ জানুয়ারী : টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ি । বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক । দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ নাগাদ পূর্ব বর্ধমানের কালনা বাসস্ট্যান্ড সংলগ্ন এসটিকেকে (STKK) রোডে । বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক ও যাত্রীরা ৷ তবে একজন আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে ।
জানা গেছে,এদিন সন্ধ্যায় চারচাকা গাড়িটি এসটিকেকে রোড ধরে কালনার ওপর দিয়ে নদীয়ার দিকে যাচ্ছিল । গাড়িটিতে চালকসহ ৬ জন যাত্রী ছিল । সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গাড়িটি কালনা বাসস্ট্যান্ডের সামনে আসতেই চলন্ত গাড়ির সামনের ডানদিকের একটি টায়ার ফেটে যায় । যেকারণে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক । এরপর গাড়িটি সোজা রাস্তার মাঝের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়ির সামনের ডান দিকের একাংশ ক্ষতিগ্রস্ত হয় । সংঘর্ষের কারনে প্রবল ঝাঁকুনিতে একজন যাত্রী মাথায় আঘাত পান৷ স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। আহত ব্যক্তিকে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন আরোহী সুরক্ষিত আছেন । জানা গেছে,গাড়ির আরোহীরা সকলেই নদীয়ার বাসিন্দা। তাঁরা হুগলীর পুইনানে আয়োজিত বিশ্ব ইজতেমা থেকে নামাজ সেরে বাড়ি ফিরছিলেন।।

