এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০২ নভেম্বর : তালিবানের ভয়ে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন টেলিভিশন চ্যানের এক প্রাক্তন কর্মী । বৃহস্পতিবার ভোর রাত্রি ১টার দিকে কাবুল শহরের সেলিম এলাকায় তার বাড়িতে তালিবান হামলার পর আবাসনের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি । মৃতের নাম হাসনা সাদাত ।
সূত্রের খবর,হাসনা সাদাতের এক প্রতিবেশীর অভিযোগের পরে তালিবানরা রাতে তার বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । সেই সময় আতঙ্কিত হয়ে চারতলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন হাসনা । জানা গেছে,ঘরের ভিতরে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে হাসনা সাদাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তার এক প্রতিবেশী মহিলা । সাদাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, তালেবানের ভয়ে সে আত্মহত্যা করেছে। সূত্রটি জানায়, হাসনা সাদাত দুই মেয়ে রেখে গেছেন।
পাশাপাশি সূত্রগুলি আরও জানিয়েছে যে সাদাতের পরিবার তালিবানদের চাপের মধ্যে রয়েছে এবং তারা এই ঘটনাটিকে ডাকাতি বলে ঘুরিয়ে দিতে চাইছে । যদিও তালিবান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। এই ঘটনাটি ঘটেছিল যখন তালিবানরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গান শোনা এবং বাজনা বাজানোর ক্ষেত্রে মানুষের উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই নিষেধাজ্ঞাগুলি অমান্য করায় তালিবানরা নাগরিকদের মারধর শুরু করে এবং জনগণের মধ্যে ভয়ের সৃষ্টি করে ।।