এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,৩০ ডিসেম্বর : আগেই সিপিএমের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষনা করে ফেসবুকে পোস্ট করেছিলেন । শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন পূর্ব বর্ধমান জেলার সিপিএমের প্রাক্তন ছাত্রনেতা তথা যুবনেতা সৌমেন কার্ফা । ভাতার ব্লকের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা এই যুবনেতা বুধবার কলকাতায় বিজেপির দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান ।
সৌমেন কার্ফা এসএফআইয়ের অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন সহ সম্পাদক এবং রাজ্যকমিটির সোসাল মিডিয়ার টিমের প্রাক্তন সদস্য । দলের ভাতার-১ এরিয়া কমিটির সদস্য । ভারতীয় যুব ফেডারেশনের ভাতার আঞ্চলিক কমিটির সদস্য।
২০১৭ সালের নভেম্বর মাস থেকেই দলের সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয় । দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সমালোচনা করায় তাকে শোকজ করা হয় ।আগেও দেখা গিয়েছে সৌমেন কার্ফা সিপিএম নেতৃত্বের একাংশের সিদ্ধান্তের বিরুদ্ধে সোসাল মিডিয়ায় সরব হয়েছেন । তার পাশে সংগঠনের একাংশ দাড়ালেও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে এই যুবনেতারকে কোপে পড়তে হয় ।
তারপর থেকে তিনি সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখেন সৌমেন ।পার্টির মিটিং মিছিলে সেভাবে তাঁকে দেখা যেত না । লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাড়িয়ে ছিলেন। যে কারনে ভাতার ব্লক সহ আশপাশের এলাকার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের প্রশংসা কুড়িয়েছেন সৌমেনবাবু।এরমধ্যেই বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিলেন । আজ তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন ।
তবে তার আগে পুরনো দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফেসবুকে এক রাশ ক্ষোভ উগরে দেন সৌমেন । তাঁর দাবি,তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি । পাশাপাশি সৌমেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত । পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন করার লক্ষ্যে আমি বিজেপির হয়ে কাজ করবো।’।