এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৯ সেপ্টেম্বর : ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি (এনডিএস) এর একজন প্রাক্তন সদস্যকে জেলের মধ্যে নৃসংসভাবে অত্যাচার করে খুন করল তালিবান । নিহতের নাম খান মোহাম্মদ (Khan Mohammad) । তিনি কাবুলের সুরোবি জেলার (Surobi District)বাসিন্দা । প্রায় এক সপ্তাহ আগে তাঁকে তাঁর বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করে তালিবান গোয়েন্দা অধিদপ্তরের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল ।
জানা গেছে, চলতি সপ্তাহে বুধবার রাত ৯ টা নাগাদ মোহাম্মদের মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয় । মৃতদেহে একাধিক গভীর ক্ষত দেখে মৃতের পরিবার পরিজনদের দাবি জেলের মধ্যে তাঁর উপর নৃসংশ অত্যাচার চালানো হয়েছে । যদিও খান মোহাম্মদকে আটকের পিছনে উদ্দেশ্য নিয়ে তালিবানের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি ।
এর আগে তালিবানদের দ্বারা গ্রেফতার, নির্যাতন এমনকি প্রাক্তন সামরিক কর্মীদের হত্যার বহু ঘটনা ঘটেছে । যদিও তালিবান গোষ্ঠী সর্বদা বলেছে যে তারা ক্ষমার নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ । কিন্তু কার্যক্ষেত্রে ঘটছে ঠিক তার উলটোটা । সন্ত্রাসবাসী সংগঠন তালিবানের জমানায় মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ উঠছে আফগানিস্তান থেকে ।।