এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ ডিসেম্বর : পথদুর্ঘটনায় কেতুগ্রামের এক বাউল শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত শিল্পীর নাম ঝন্টু হাজরা (৩৫)। তাঁর বাড়ি । মঙ্গলবার রাতভর অনুষ্ঠানের পর আজ বুধবার ভোরে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে বাদশাহী রোডে বীরভূমের নানুর থানার নতুনগ্রামে একটি লরির সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয় । আজ বুধবার কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের মৃতদেহ গ্রামে এনে অন্তেষ্টিক্রিয়া করা হয় । ঝন্টু হাজরার বাড়িতে রয়েছেন স্ত্রী ও দশ বছরের ছেলে। তাঁর রোজগারের উপরেই পরিবারটি নির্ভরশীল। ফলে নাবালক সন্তানকে নিয়ে বিপাকে পড়ে গেছে শিল্পীর স্ত্রী । এদিকে এই মর্মান্তিক এই ঘটনায় জেলার সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে এসেছে ।
জানা গেছে,মঙ্গলবার রাতে কেতুগ্রাম থানার বামুনডিহি গ্রামে অনুষ্ঠান ছিল ঝন্টু হাজরার । রাতভর অনুষ্ঠানের পর আজ বুধবার ভোরে নিজের বাইকে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন । কিন্তু তিনি বাদশাহী রোড ধরে বাইক চালিয়ে আসার সময় নানুর থানার নতুনগ্রামে আসতেই একটি লরির সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । পরে নানুর থানার নৈশকালীন টহলরত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে নতুনহাট হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের অনুমান,ঘন কুয়াশার কারণে রাস্তা ভুল করে নতুনগ্রামের কাছে চলে গিয়েছিলেন ঝন্টুবাবু।।

