দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে প্রায় একই সময়ে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আজ শুক্রবার ভোরের দিকে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরে সুবোধ স্মৃতি রোডে রান্নার গ্যাসের (এলপিজি) এজেন্সির অফিসে । প্রায় একই সময়ে অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে কাটোয়া রেলগেটের কাছে একটি মার্কেট কমপ্লেক্সে দোতলার একটি দোকানঘরের সামনে । দমকলবাহিনীর তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । তবে গ্যাসের এজেন্সির মালিকপক্ষের তরফে অশোক কুমার সাহা জানিয়েছেন,তাদের অফিসের লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে ।
জানা গেছে,এদিন ভোর সাড়ে চারটে নাগাদ অশোক বাবুদের অফিসে আচমকা আগুন ধরে যায় । দাউদাউ করে জ্বলতে শুরু করে কম্পিউটার, আসবাবপত্রসহ অফিসের যাবতীয় সামগ্রী । খবর পেয়ে দমকলবাহিনীর একটি ইঞ্জিন এসে প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । সর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান দমকলবাহিনীর । অন্যদিকে প্রায় একই সময়ে আগুন লাগে কাটোয়া রেলগেটের কাছে একটি দোকানঘরের সামনে । যদিও খবর পেয়ে দমকলের একটা ইঞ্জিন অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে । স্থানীয় বাসিন্দাদের অনুমান, গ্যাসের এজেন্সির অফিসে শর্ট সার্কিটের কারনেই রেলগেটের কাছে ওই দোকানঘরের সামনে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে ৷।