দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : কাটোয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুদীপ্তা ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার রাতে । শহরের আদর্শপল্লী এলাকায় তিন তলা বাড়ি রয়েছে সুদীপ্তাদেবীদের । তার মধ্যে তিন তলায় স্বামী সুমন কল্যাণ ঘোষ ও এক ছেলেকে নিয়ে থাকেন ওই কাউন্সিলার । বাকি দু’তলায় থাকেন তাঁর শ্বশুরবাড়ির বাকি সদস্যরা ৷
জানা গেছে,বুধবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ সুদীপ্তাদেবীদের ঘর থেকে আগুনের হলকা বের হতে দেখে স্থানীয় লোকজন । এরপর স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ ও দমকলবাহিনী । শেষ পর্যন্ত দমকলের একটা ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না এবং অগ্নিকাণ্ডে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি । তবে অত্যধিক তাপে বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে ।
জানা যায়,কাউন্সিলারের বাড়িতে সোলার সিস্টেম রয়েছে । তিন তলার বারান্দাতে রয়েছে সোলার সিস্টেমের মেশিনপত্র ও ব্যাটারিটি । ব্যাটারিটি চার্জে বসানো ছিল । দীর্ঘক্ষণ চার্জ হওয়ার কারনে ব্যাটারি প্রচন্ড গরম হয়ে গিয়েছিল । আর তার জেরে ব্যাটারি থেকে আগুন ছড়িয়ে পরে বলে অনুমান দমকল বাহিনীর । কাউন্সিলার সুদীপ্তা ঘোষ জানিয়েছেন, সপ্তমীর দিন তাঁরা সপরিবারে কলকাতায় বাপেরবাড়িতে গিয়েছিলেন । তখন থেকেই তাঁরা কলকাতাতেই রয়েছেন । কিন্তু এদিকে ব্যাটারিটি যে চার্জে বসানো আছে তা তাঁরা খেয়াল করেননি ।।