প্রদীপ চট্টোপাধ্যায়,গলসি(পূর্ব বর্ধমান),০১ নভেম্বর : মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার গলসির পুরসা হাসপাতালের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে । পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে মিনিট পঞ্চাশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে । তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় গোডাউনের যাবতীয় সামগ্রী । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকল বাহিনীর ।
পুরসা হাসপাতাল সংলগ্ন রয়েছে ওই গোডাউনটি । হাসপাতালে ফার্মাসিস্ট, উজ্জ্বল কান্তি চৌধুরী বলেন, ‘ওই গোডাউনে কিছু পুরাতন বেড,চেয়ার, টেবিল,সেলাইনের বোতল প্রভৃতি রাখা ছিল । গোডাউনটির শাটার সাধারণত বন্ধই থাকে । এদিন দুপুর নাগাদ হঠাৎ নজরে পরে শাটারের ফাঁক থেকে ধোঁওয়া বের হচ্ছে । প্রথমে স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভাতে এগিয়ে আসেন । তারই মাঝে দমকলবাহিনীও চলে আসে । শেষে দমকলকর্মীরা আগুন আয়ত্বে আনেন ।’ তবে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ।।