দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতার আ্যডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার বিকেলে । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে । কিন্তু সংকীর্ণ রাস্তার কারনে গাড়ি না ঢোকায় আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়তে হয় দমকলকর্মীদের । শেষে স্থানীয় মহিলা টিউবওয়েল থেকে বালতি করে জল তুলে দিলে দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয় । কিন্তু তার আগেই অফিসের কম্পিউটারসহ বেশকিছু নথিপত্র ভস্মীভূত হয়ে যায় । এদিকে আগুন লাগার কারন নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলবাহিনীর ।
ভাতার রেলস্টেশনের কাছে বর্ধমান কাটোয়া রেলপথের পূর্বদিকে একটি ভাড়া বাড়িতে রয়েছে ভাতার আ্যডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার অফিসটি । অফিসের চাবি স্থানীয় এক ব্যক্তির কাছে রাখা থাকে । এদিন শনিবার অফিস বন্ধ ছিল । স্থানীয় সুত্রে খবর,বিকেল চারটে নাগাদ স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে অফিস থেকে ধোঁয়া বের হচ্ছে । সঙ্গে সঙ্গে তারা দমকলকে খবর দেন । এরপর ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন । কিন্তু কিন্তু অফিসে পৌঁছানোর সুনির্দিষ্ট রাস্তা না থাকায় দমকলের ইঞ্জিনটিকে বেশ কিছুটা দুরে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে দাঁড় করিয়ে রাখতে হয় । ওই ব্যক্তির কাছ থেকে চাবি নিয়ে অফিস খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকলকর্মীরা । কিন্তু প্রচন্ড ধোঁয়ার কারনে তাঁরা ভিতরে ঢুকতে পারেননি । শেষেব স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় বাইরে থেকে অফিসের জানালা দিয়ে জল ছুড়ে কোনও রকমে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাতারের আ্যডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার অফিসে যাতায়তের সুনির্দিষ্ট কোনও রাস্তা নেই । ফলে অফিসে যেতে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হয় এলাকাবাসীকে । অফিসটি অন্যত্র সরানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।