এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : বেশ কিছুক্ষন ধরে টানা মুষলধার বৃষ্টিপাত চলছিল । সেই সময় আচমকা বজ্রপাতের পরেই আগুন ধরে যায় শ’মিলে বৈদ্যুতিক সরঞ্জামে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার দমকল অফিসের অদূরে সামন্তী রোডের ধারে একটি কাঠ চেরাই কলে । ঘটনার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন । প্রায় আধ ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রনে আসে । কিন্তু তার আগেই ভস্মীভূত হয়ে যায় লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ।
দেখুন ভিডিও :
জানা গেছে, ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের ধারে রয়েছে ভাতার দমকল অফিস ।তার ঠিক উলটো দিক দিয়ে শুরু হয়েছে সামন্তী রোড । দমকল অফিসের কয়েক’শ গজ দুরে বর্ধমান-কাটোয়া রেল লাইনের ধারেই রয়েছে রিয়াদুল কবির নামে জনৈক এক ব্যাবসায়ীর ওই শ’মিলটি । পাশাপাশি বাড়িতে তাঁর বসবাস ।
ঘটনাটি ঘটে সোমবার রাত্রি প্রায় পৌনে ন’টা নাগাদ । রিয়াদুল কবির জানান,বিকেল থেকে টানা প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল । সন্ধ্যা থেকে তিনি কাঠচেরাই কলে টুকিটাকি কাজকর্ম সারছিলেন । পৌনে ন’টা নাগাদ আচমকা বজ্রপাত হয় । তিনি বলেন, ‘আমার কলের সামনেই রয়েছে বিদ্যুতের একটি খুঁটি । দেখি ওই পোলের বিদ্যুৎবাহী তারগুলি প্রচন্ড শব্দে দাউদাউ করে জ্বলছে । আর ঠিক তার পরেই আমার শ’মিলের বিদ্যুৎ লাইনের তার, সুইচবোর্ড, মিটার সহ বৈদ্যুতিক সরঞ্জামগুলিতে আগুন ধরে যায় ।’
জানা গেছে, ওই ব্যক্তি চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । কিন্তু সেই সময় প্রচন্ড বৃষ্টিপাত চলায় কেউ সেখানে সাহায্যের জন্য পৌঁছতে পারেননি । শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে কেউ দমকল অফিসে ফোনে বিষয়টি জানান । এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।।