এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ আগস্ট : বড়দের দেখে ছোটরা শেখে । কথাটা যে কতবড় বাস্তব তার প্রমান পাওয়া গেলো বাংলাদেশের বগুড়া সদরের একটি ঘটনায় । মাত্র তিন বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে । পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করেছে । যে বয়সে যৌনতার অনুভূতি তো দুরের কথা,মাথার মধ্যে সেই চিন্তা আসাই অস্বাভাবিক ঘটনা হিসাবে মনে করা । সেখানে বগুড়া সদরের ওই ১২ বছর বয়সী ওই কিশোরের এই প্রকার কীর্তিতে বহু প্রশ্ন উঠছে । অনেকে বলাবলি করছেন যে মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলি শাসন ক্ষমতা অবৈধভাবে দখল করার পর থেকে বাংলাদেশ জুড়ে যৌন নিগ্রহের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে । যার কুফল বাংলাদেশের বগুড়া সদরের এই ঘটনা ।
জানা গেছে, বর্তমানে নির্যাতিতা শিশুকন্যাটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ওই কিশোর শিশুকন্যাটিকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় এবং সেখানে এই ন্যক্কারজনক ঘটনা ঘটায় । পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, ঘটনার খবর পাবার পর দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।।