এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পর এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিগ্রামে তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন । আজ রবিবার দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে । পালিগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি খোকন শেখ ওরফে রহিম শেখের সঙ্গে প্রাক্তন অঞ্চল নেতা বুলেট শেখের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । প্রথম দফার সংঘর্ষের ঘটনা ঘটে আজ সন্ধ্যায় মঙ্গলকোট সীমান্ত লাগোয়া আউশগ্রামের গোবিন্দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । বুলেট শেখের অনুগামী মন্টু শেখ বাসস্ট্যান্ডে একটি চায়ের দোকানে বসে থাকার সময় তার উপর হামলা চালায় খোকন শেখের অনুগামীরা । খবর পেয়ে বুলেটের অনুগামীরা ঘটনাস্থলে জড়ো হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
কিন্তু পরে রাতের দিকে মঙ্গলকোটের বরুলিয়া গ্রামে ফের সংঘর্ষ বাঁধে । খোকন শেখের অনুগামীরা বরুলিয়া গ্রামে ফিরতেই তাদের উপর পাল্টা হামলার অভিযোগ ওঠে বুলেট শেখের অনুগামীদের বিরুদ্ধে। এই সংঘর্ষে কয়েকজনের মাথা ফেটে যায় । তাদের হাসপাতালে চিকিৎসা করাতে হয় ।
জানা গেছে,পালিগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি খোকন শেখ ওরফে রহিম শেখের সঙ্গে প্রাক্তন অঞ্চল নেতা বুলেট শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে । দিন দুয়েক আগে বুলেটের অনুগামীরা খোকন শেখকে পালিগ্রামের কাছে মারধর করে৷ সেই ঘটনার রেশ ধরেই আর রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায়।।

