এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ ডিসেম্বর : চীনে করোন ভাইরাস মামলার রেকর্ড বৃদ্ধির পর, অন্যান্য অনেক দেশেও দ্রুত ছড়াচ্ছে করোন ভাইরাসের সংক্রমণ । ভারতের বিভিন্ন রাজ্যে বিদেশ থেকে আসা কয়েকজন ব্যক্তির শরীরে করোনার (COVID-19) সংক্রমণ পাওয়া গেছে বলে খবর । সংবাদপত্র দৈনিক জাগরনের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তিদের মধ্যে উত্তরপ্রদেশের এক যুবক রয়েছে । চীন থেকে ওই যুবক ইউপির আগ্রায় ফিরলে তার করোনা পজিটিভ ধরা পড়ে । যুবকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য লখনউয়ের কেজিএমইউতে পাঠানো হবে বলে জানা গেছে ।
এছাড়া মায়ানমার থেকে দিল্লি আসা ৪ জন এবং দুবাই ও মায়ানমার থেকে কলকাতায় আসা ২ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । পাশাপাশি বিহারের বুদ্ধগয়ায় যুক্তরাজ্য ও মিয়ানমারের দুই বিদেশি নাগরিকদের শরীরেও করোনা পজিটিভ পাওয়া গেছে । রাজ্য সরকার এখন বুদ্ধগয়ায় আসা বিদেশী ভ্রমণকারীদের জন্য পরীক্ষা করা শুরু করেছে ।
এদিকে নতুন কেস পাওয়ার পর সতর্ক হয়ে গেছে কেন্দ্র সরকার । কেন্দ্রের পাশাপাশি অনেক রাজ্য সরকার এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে । করোনার বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে । চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, ব্যাংকক প্রভৃতি যেসমস্ত দেশে করোনার সংক্রমণ বেশি সেই সমস্ত দেশ থেকে আসা বিমান যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।
এদিকে দেশে একটা দুটো করে করোনা আক্রান্তের হদিশ পেতেই হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সরকার নিজের নিজের রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ইউপিতেও পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । একই সঙ্গে সাধারণ মানুষের মাস্ক পরার বিষয়ে যোগী সরকার দ্রুত ঘোষণা করতে পারে বলে খবর । সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মালব্য কোভিড পরিস্থিতি নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেছেন বলে জানা গেছে । তিনি টুইট করেছেন,’বিশ্বব্যাপী কোভিড-এর ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে ।’।