দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক চাষি মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন । পুলিশ জানিয়েছে,মৃতের নাম গৌরাঙ্গ সিদ্ধান্ত (৫৫) । ভাতার থানার কাঁটার গ্রামে তাঁর বাড়ি । সোমবার গভীর রাতে বাড়ির অদূরে মাঠের মধ্যে একটি গাছ থেকে গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ । প্রতিবেশীদের দাবি,লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চাষের জন্য সাবমার্সিবলের পাম্পের বিদ্যুতের বিল বহু গুণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার ভুগছিলেন গৌরাঙ্গবাবু । তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছে তাঁরা দাবি করেছে ।
জানা গেছে,সোমবার দুপুর বারোটা নাগাদ মাঠে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়েছিলেন গৌরাঙ্গ সিদ্ধান্ত । তারপর থেকে তাঁর কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন । রাতের দিকে কয়েকজন গ্রামবাসী পুকুরে শটকা(মাছ ধরার ছিপ) দিতে গিয়ে পঞ্চানন তলায় একটি গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
নিহতের প্রতিবেশী আশিষ কুমার ঘোষ বলেন, ‘একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি,তার উপর চাষের জন্য সাবমার্সিবল পাম্পের বিদ্যুতের বিল লাগামছাড়া হয়ে যাওয়ার কারনে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন গৌরাঙ্গ সিদ্ধান্ত । প্রায়শই তিনি আমাদের কাছে এসে সংসার কিভাবে চালাবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করতেন । আমাদের অনুমান সেই হতাশা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন ।’
জানা গেছে,গৌরাঙ্গ সিদ্ধান্তের বাড়িতে রয়েছেন স্ত্রী শিপ্রাদেবী ও এক ছেলে । তাঁর এক মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে কলেজ পড়ুয়া । চাষবাসের উপার্জন থেকেই অতিকষ্টে ছেলের পড়াশোনা ও সংসার চালাতেন গৌরাঙ্গবাবু । এখন একমাত্র উপার্জনক্ষম সদস্যের আকস্মিক মৃত্যুতে অতান্তরে পরেছে হতদরিদ্র ওই পরিবারটি ।।