দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ মে : গোয়ালে গরুর ডাবার নিচে গোঁজের কাছে ছিল একটি গর্ত । গোঁজে বাঁধা ছিল একটি গরু । গরুটি গোয়ালের বাইরে বের করার জন্য হেঁট হয়ে গোঁজ থেকে দড়ি খুলছিলেন এক কৃষক ৷ সেই সময় গর্ত থেকে একটি গোখরো সাপ বেড়িয়ে এসে ছোবল বসিয়ে দেয় ওই কৃষকের হাতে ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামড়া গ্রামে । নিহত কৃষকের নাম বীরেশ্বর মণ্ডল(৬৫) ।
জানা গেছে,অল্প বিস্তর জমিজমা রয়েছে বীরেশ্বর মণ্ডলের । চাষবাসের পাশাপাশি গবাদি পশু প্রতিপালনও করতেন তিনি । বাড়ি সংলগ্ন তাঁর মাটির গোয়ালঘর । প্রতিদিন সকালে তিনি গোয়াল পরিষ্কার করার আগে গরু বাইরে বের করে দিতেন৷ এদিনও গরু বের করতে গিয়েছিলেন । আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি ।
জানা গেছে,বীরেশ্বর মণ্ডল নামে ওই বৃদ্ধকে সাপে কামড়ানোর পর তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিল পরিবারের লোকজন । কিন্তু বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরে ভাতারের কাছাকাছি আসতেই তাঁর অবস্থার অবনতি হয় । তাঁকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর । পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় ভাতার থানার পুলিশ ।।