এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,২৬সেপ্টেম্বর : মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে রাজ্য কনস্টেবলের প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী । পুলিশ জানায়, ধৃতের নাম অখিলেশ যাদব । হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সাদলিচক উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । ধৃতকে জেরা করে তাঁর বাড়ি কোথা এবং কেন সে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তা জানার চেষ্টা করেছে পুলিশ ।
রবিবার ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ কনস্টেবলের প্রাথমিক পরীক্ষা । রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই সেন্টার করা হয়েছিল । মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক উচ্চ বিদ্যালয় ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ কনস্টেবলের পরীক্ষার সেন্টার । এদিন সকাল থেকেই ওই কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায় । পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে গেটে পরীক্ষার্থীদের এডমিট কার্ড এবং উপযুক্ত প্রমান পত্র যাচাই করে দেখছিলেন পুলিশ কর্মীরা । তখনই ধরা পড়ে যান অখিলেশ যাদব । গেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানতে পারেন বিপ্লব মন্ডল নামে জনৈক এক পরীক্ষার্থীর পরিবর্তে তিনি পরীক্ষা দিতে এসেছেন ।
ঘটনা ঘিরে কার্যত হইচই পড়ে যায় গোটা এলাকায় । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার ওসি সঞ্জয় কুমার দাস পরীক্ষা কেন্দ্রে পৌঁছান । এরপর ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করে থানায় আনা হয় । এর পিছনে আর্থিক লেনদেন বা কোনও চক্র কাজ করছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।।