এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ মে : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে সাইকেল আরোহী যুবককে পিষে দিয়ে পালালো একটা ডাম্পার। রবিবার রাতে দুর্ঘটনাটি কেতুগ্রাম থানার নিরোল ও পাচুন্দির মাঝে কাটোয়া বোলপুর সড়ক পথে । মৃত যুবককে কেতুগ্রাম থানার নিরোল গ্রামের বাসিন্দা বিট্টু দাস (২৫) বলে চিহ্নিত করেছে পুলিশ । পুলিশ ঘাতক ডাম্পারের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে, বিট্টু দাস রাজমিস্ত্রীর কাজ করতেন ।রবিবার কাজ সেরে সন্ধ্যা নাগাদ বিট্টু ও তার বন্ধু মনোতোষ বারুই দুটি পৃথক সাইকেলে চড়ে পাচুন্দি বাজারে যাচ্ছিলেন । রাত প্রায় নটা নাগাদ তারা বাড়ি ফিরছিলেন । কাটোয়া-বোলপুর সড়ক পথ ধরে তারা নিরোল ও পাচুন্দির মাঝামাঝি এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি খালি ডাম্পার বিট্টুকে পিষে দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । আজ সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।
জানা গেছে,বিট্টু দাসরা দু’ভাই । দাদা টিটু দাসও রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতে রয়েছেন মা শান্তিময়ীদেবী। বাবা প্রবীর দাস অনেক দিন আগে মারা গেছেন । দুই ভাইয়ের উপার্জনেই সংসার চলত তাদের ।।

