এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ ফেব্রুয়ারী : হাইড্রলিকের সাহায্যে ট্রলি উপরের দিকে তুলে পাথর খালি করছিল একটা ডাম্পার । সেই সময় ইঞ্জিন ও পাথরসহ ট্রলিটি উলটে পড়ে । এই ঘটনায় ওই ডাম্পারের চালক ও খালাসি আহত হয়েছে । আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার বাসস্ট্যান্ডের অদূরে ক্যানেল ব্রিজের কাছে । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তারা ছুটে গিয়ে চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য এরুয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে ।
জানা গেছে,বলগোনা-গুসকরা সড়ক পথে সংস্কারের কাজ চলছে । সেই কারনে সড়ক পথের পাশে নির্দিষ্ট দূরত্বে পাথর ঢালা হচ্ছে । এদিন সকালে ওই ডাম্পারটি পাথর ঢালতে গিয়ে টালমাটাল হয়ে উলটে পড়ে ।।