এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৩ ডিসেম্বর : বেআইনিভাবে ডাম্পারে বালি পাচারের সময় এক বিজেপি কর্মীকে পিষে দেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চিচুড়িয়া অঞ্চলের ডাঙ্গালপাড়ার এক্সপ্রেস ওয়েতে । রমেশ গুহ নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে এই ঘটনার বিবরণ দিয়েছেন । ভিডিওতে তিনি জানান, নিহত ব্যক্তি চিচুড়িয়া ডাঙ্গালপাড়া বুথের বিজেপি কর্মী ছিলেন । ভিডিওতে নিহত নিহত বিজেপি কর্মীর ডান হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে । মৃতদেহ থেকে বয়ে চলেছে রক্তের স্রোত । তিনি অভিযোগ করেন, স্থানীয় থানার পুলিশ এসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছিল । কিন্তু সাধারণ মানুষের প্রতিরোধে পুলিশ ভয়ে পালিয়ে যায় । তিনি বলেন,’সামনের মাসে ওই বিজেপি কর্মীর মেয়ের বিয়ে ঠিক হয়েছে৷ এখন তার পরিবারের কি হবে ?’ ঘটনাটি প্রকাশ্যে আনার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পামরে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রমেশবাবু ।
একই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি লিখেছেন,’আর কত প্রাণ যাবে মাননীয়া? নির্মমতার আর কত নির্মম নিদর্শন রাখবেন? নরক বানাতে চান? গতকাল রাতে জামুড়িয়ার চিচুড়িয়া অঞ্চলে অবৈধ ভাবে বালি চুরি হয়েছে। প্রশাসনের কাছে নিশ্চয়ই খবর ছিল। কিন্তু এসবের মধ্যে ওই ডাম্পারের ধাক্কায় প্রাণ হারাতে হলো এক স্থানীয় বিজেপি কার্যকর্তা পাগল গোপ কে।’
তিনি লিখেছেন,’বালি দুর্নীতি করে করে নিজেদের নির্বাচনের ফান্ড তৈরি করার জন্য মানুষকে প্রাণে মেরে ফেলতেও এই সরকারের হাত কাঁপে না। বিরোধী হলেও তারা যে মানুষ, সেই মনুষ্যত্ব বোধের নূন্যতম রেয়াত পর্যন্ত করে না।শুধু এখানেই শেষ না, স্থানীয় যে সকল মিডিয়া রয়েছে, তাদের এই খবর সংগ্রহে বাঁধা দেওয়া হয়। এমনকি প্রশাসন তার স্ত্রীকে যথেচ্ছ ভাবে নির্যাতন করে সঙ্গে মৃত ব্যক্তির দাদাকে থানায় তুলে নিয়ে যায়।’
সব শেষে তিনি লিখেছেন,’প্রশাসক না জল্লাদ?অবৈধ বালির দুর্নীতিতে ভরা আপনার নির্বাচনী ফান্ডে মানুষের রক্ত লেগে থাকবে। সেই রক্তের দাম আপনাকে দিতে হবে মাননীয়া। মায়ের কোল খালি করা, স্ত্রীর সম্বল খালি করার মূল্য আপনাকে দিতে হবে। বাংলার মানুষ এই নারকীয়তার জবাব দেবে।’।

