এইদিন ওয়েবডেস্ক,ভিয়েতনাম,০৭ মার্চ : মাথাটি দেখতে অনেকটা বানরের মত । কপালের মাঝখানে রয়েছে হাতির মত একটি শুঁড় । প্রোবোসিসের নীচে দুটি চোখ । ছোট কান এবং জিভটি সব সময় বেরিয়ে রয়েছে মুখের বাইরে । এমনই এক অদ্ভুত দর্শন কুকুর শাবকের জন্ম হয়েছে ভিয়েতনামের সন লা প্রদেশে । রিপোর্টার ড্যান ভিয়েট জানিয়েছেন, কুকুরটির মালিক ডুওং ভ্যান কোয়ান । সন লা প্রদেশের মুওং লা জেলার মুওং লা শহরের সাব-জোন-১ এলাকায় তার বসবাস । কোয়ান বলেছেন,’মা কুকুরটি একটি সাধারণ কুকুর । আমি কয়েক দশক ধরে কুকুর লালন-পালন করে আসছি, কিন্তু আমি তাকে কখনও এমন একটি কুকুরছানার জন্ম দিতে দেখিনি ।’
কোয়ান বলেন,আমি মা কুকুরটিকে বহু বছর ধরে লালব-পালন করে আসছি । প্রতিদিন আমি কুকুরটিকে স্বাভাবিকভাবে খাওয়াই । যখন সঙ্গম করা হয় তখন এটি স্থানীয় কুকুর ছিল । মা কুকুরটি মোট ৫ টি শাবকের জন্ম দিয়েছে । বাকি শাবকগুলো স্বাভাবিক হলেও একটি অদ্ভুত আকৃতির হয়েছে । শাবকটিকে দেখে আমি প্রথমে চমকে গিয়েছিলাম । আমি বুঝতে পারছি না কেন এমন আকৃতির হল ওই শাবকটি ।
তিনি জানান,এদিকে ওই অদ্ভুত দর্শন কুকুর শাবকটিকে দেখতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় জমাচ্ছে । কিছু লোক বলছে শাবকটির গন্ডারের মতো একটি শৃঙ্গ আছে,কেউ কেউ মন্তব্য করছে এটি একটি বাচ্চা হাতির কিউডের মতো দেখাচ্ছে কারণ এটির একটি শুঁড় রয়েছে । কোয়ান কুকুর শাবকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । নিমেষের মধ্যে তার ওই পোস্টটি ভাইরাল হয়ে গেছে ।।