এইদিন স্পোর্টস নিউজ,২২ আগস্ট : মেয়েদের আত্মরক্ষায় পারদর্শী করে তুলতে পূর্ব বর্ধমান জেলা স্কুল ক্যারাটে সিলেকশন ট্রায়াল-২০২৫ আয়োজিত হল বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে । অনুর্ধ ১৪,১৭ এবং ১৯ বছরের মেয়েদের জন্য বৃহস্পতিবার এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় । শিবিরে জেলার চারটি মহকুমা- বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিন, কালনা ও কাটোয়ার বিভিন্ন স্কুল মিলে মোট প্রায় ১৪০ জন প্রতিযোগী ৩৩টি বিভাগে অংশগ্রহণ করে । শিবিরের পরিচালনায় ছিল ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস৷ টেকনিক্যাল সহযোগিতায় ছিল ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদিত সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন । প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশীষ কুমার মন্ডল এবং ছয়জন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর জাতীয় বিচারক।
পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক অরুণাভ কোনার জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী ৬৯তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ্ত কুমার ঘোষ বলেন, এবারের জেলা ক্যারাটে স্কুল গেমস খেলা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য সকলে খুব খুশি ।
জানা গেছে, শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই নয়, বরঞ্চ এই বিশেষ শিবিরের অন্যতম মূল উদ্দেশ্য হল অল্প বয়স থেকেই মেয়েদের আত্মরক্ষার পারদর্শী করে তোলা । স্কুল-কলেজে নিগ্রহের শিকার হওয়া থেকে মেয়েরা যাতে নিজেই আত্মরক্ষা করতে পারে সেজন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস । এই বিষয়ে উল্লেখ্য যে বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের কর্ণধার ও প্রধান প্রশিক্ষক দেবাশীষ কুমার মন্ডলের শিক্ষার্থীরা মূলত স্কুল-কলেজের মেয়ে । এমনকি অল্প বয়সী গৃহবধূদেরও তার কাছে প্রশিক্ষণ নিতে দেখা যায় । যা সমাজের জন্য একটা ভালো লক্ষণ বলে মনে করছেন দেবাশীষবাবু ।।