এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ আগস্ট : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আজ রবিবার নয়াদিল্লি আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতিনিধিদল । বাংলাদেশ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে থাকছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সাংসদ আরমা দত্ত । তিন দিনের এই সফরে প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে বলে জানা গেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ।
এর আগে চলতি বছরের ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেছিল । ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাজে লাগাতে এটা চীনের একটা কৌশল । সেই কারনে ভারতও পালটা রনকৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে ।।