এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ অক্টোবর : রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা টালিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানির মামলা দায়ের করলেন টলিউডের ২৩৩ জন পরিচালক। স্বরূপ বিশ্বাস ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির পদে রয়েছেন । সম্প্রতি, স্বরূপ বিশ্বাস বিনোদন জগতে যৌন হেনস্থার বিষয়ে একটি সাক্ষাৎকারে প্রতিক্রিয়ায় বলেছিলেন যে বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থার ৬০ শতাংশই প্রোযোজক ও পরিচালকদের দ্বারা সংগঠিত হয় । আর এতেই ব্যাপক ক্ষুব্ধ হন টালিগঞ্জের প্রোযোজক ও পরিচালকরা ৷ ‘ডিরেক্টর্স গিল্ড’-এর ২৩৩ জন প্রোযোজক ও পরিচালক পৃথক-পৃথকভাবে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন । সেই তালিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, সুদেষ্ণা রায়-সহ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের অনান্য সদস্যরা । তবে তালিকায় তৃণমূল কংগ্রেসপন্থীরা আছে কিনা স্পষ্ট নয় । যদিও মামলার প্রসঙ্গে মুখ খোলেননি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ।
বিগত লোকসভা ভোটের আগে গত মার্চ মাসে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের সাহাপুর কলোনির বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকেরা। দুটি কোম্পানির বিভিন্ন ঠিকানাতেও হানা দেয় আয়কর দফতর। আয়কর দুটি রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে আয়কর ফাঁকি ও টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে । সেই তদন্ত চালানোর সময় দুই কোম্পানির অ্যাকাউন্ট ও নথি খতিয়ে দেখার সময় স্বরূপ বিশ্বাসের নাম সামনে আসে। সেই সূত্রেই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। স্বরূপের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র সংগ্রহও করা হয় । উল্লেখ্য, তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাস।।