শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : এক দিন পর খড়ি নদী থেকে উদ্ধার উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ধেনুয়া গ্রামের ১৬ বছরের কিশোর সূর্য ঘোষের নিথর দেহ । রবিবার ধেনুয়া গ্রামে খড়ি নদীর বিলে স্নান করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে গিয়েছিল সূর্য । রবিবার সকালে সূর্যসহ ধেনুয়া গ্রামে ২৫-২৬ জনের একটা দল নদীতে স্নান করতে যায় । সেই দলে থাকা আলম শেখের কথায়,’সকাল ১১ টা নাগাদ স্নান করতে আসি । ঘন্টা খানেক আমরা নদীর জলে স্নান করি ৷ সেই স্থান থেকে কিছুটা দূরে রয়েছে একটা সেতু । সেতুর কাছে নদীর জলে একটা ট্রাক্টর ডুবে গিয়েছিল সম্প্রতি । কৌতুহল বশত সূর্য আর একজন মিলে সেই ট্রাক্টর দেখার জন্য সেখানে যায় । নদীর স্রোত বেশি থাকায় আমরা ভয়ে তাদের সাথে যাইনি । তখন দুপুর ১২ টার আশপাশ হবে । আমরা নদী থেকে পাড়ে উঠে আসি । সেই সময় সূর্যর সঙ্গী চিৎকার করে বলে যে সূর্য তলিয়ে গেছে । আমরা অনেক খোঁজাখুঁজি করি । কিন্তু তার কোনো সন্ধান পাইনি । শেষ গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানাই ।’
এদিকে কিশোরের নদীর জলে তলিয়ে যাওয়ার খবর পেয়ে গ্রামের প্রচুর মহিলা ও পুরুষ নদীর পাড়ে ভিড় জমায় । পরে খবর পেয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ । এরপর নৌকায় খোঁজাখুঁজি শুরু হয় । কিন্তু সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান পায়নি । জানা গেছে, আজ সোমবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা বোটে চড়ে ফের তল্লাশি অভিযান শুরু করে । ওই কিশোর নদীর যে স্থানে তলিয়ে গিয়েছিল ঠিক সেই স্থানে বোটটি কয়েকটি চক্কর দিতেই দুপুর নাগাদ কিশোরের দেহটি ভেসে ওঠে । পরে দেহটি থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । ময়নাতদন্তের পর সন্ধ্যা নাগাদ কিশোরের মৃতদেহের দাহসৎকার করা হয় । মর্মান্তিক এক ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন কিশোরের বাবা-মা । গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । মৃত কিশোরের বাবা বলেন,’অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছিলাম । এবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল ছেলেটার । একমাত্র ছেলেটাকে নিয়ে কত স্বপ্ন ছিল আমাদের । কিন্তু সব শেষ হয়ে গেল । এরপর আমরা কিভাবে স্বাভাবিক জীবন যাপন করব জানিনা ।’।