এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জুলাই : কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । মালদা শহরের বিবেকানন্দপল্লী এলাকার বাসীন্দা অনুশ্রী ভট্টাচার্য নামে এক যাত্রীর দুটি নামিদামি কোম্পানীর স্মার্টফোন, একটি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড সহ নগদ ১৩০০ টাকাসহ ব্যাগ চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা । তিনি এনিয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । এদিকে এই ঘটনাকে ঘিরে আজ সোমবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশন চত্বরে।
অনুশ্রী ভট্টাচার্য জানিয়েছেন,তিনি সহ তার স্বামী রবিবার রাতে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে রওনা হন । তার সাথে থাকা হ্যান্ডব্যাগের মধ্যে ছিল একটি অ্যপেল ও একটি ভিভো কোম্পানির দামি স্মার্টফোন । এছাড়া একটি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড সহ নগদ ১৩০০ টাকা তার ব্যাগে রাখা ছিল । ভোর তিনটা নাগাদ তিনি হ্যান্ডব্যাগটি আকড়ে রেখে নিজের সিটে ঘুমচ্ছিলেন। সকালে ঘুম ভাঙার পর দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই।
তার আরও অভিযোগ, তবে শুধু তার একার নয়। ট্রেনের আরও বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, মোবাইল, ল্যাপটপ খোয়া গেছে। তারাও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন। গৌড় এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরায় এই. ধরনের চুরির ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এতে ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেলযাত্রীরা ।।