এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সতীপীঠ যোগাদ্যা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । চুরির ঘটনাটি সোমবার গভীর রাতের দিকে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে । আজ মঙ্গলবার সকালে চুরির বিষয়টি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের । মন্দির কমিটির এক কর্মকর্তা বরুণ চক্রবর্তী জানিয়েছেন আনুমানিক ১২-১৫ হাজার টাকা চুরি গিয়েছে ।
মঙ্গলকোটে দুটি সতীপীঠ আছে । একটি মঙ্গলকোট থানার কোগ্রামে অজয় নদের তীরে অবস্থিত এই পবিত্র তীর্থস্থানটি । যেখানে দেবী সতীর বাম কনুই পড়েছিল বলে বিশ্বাস করা হয়, তাই এটি বাম কনুই-এর পীঠ নামেও পরিচিত; এখানে দেবী পূজিত হন মঙ্গলচণ্ডী রূপে এবং ভৈরব হলেন কপিলাম্বর৷
দ্বিতীয় সতীপীঠটি হল মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সতীপীঠ দেবী যোগাদ্যা । এটি ৫১ সতীপীঠের একটি গুরুত্বপূর্ণ পীঠ । পৌরাণিক কাহিনী অনুসারে, এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল এবং এখানে অধিষ্ঠিত দেবী হলেন যোগাদ্যা (ভদ্রকালী) ও ভৈরব ক্ষীরকণ্ঠ। এই পীঠের বিশেষত্ব হলো, এটি বিভিন্ন তন্ত্র (যেমন কুজ্জিকা,বৃহন্নীল ইত্যাদি) ও আনন্দমঙ্গল কাব্যে উল্লেখিত । মহীরাবণের পাতাল থেকে মহাদেব ও লক্ষ্মণকে উদ্ধারের সময় হনুমান এখানে ভদ্রকালী মূর্তি স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ক্ষীরদিঘির জলে দেবীর মূল মন্দির। ক্ষীরদিঘির কিছুটা উত্তরে রয়েছে দেবীর প্রাচীন মন্দির । মন্দিরটি “মায়ের বাড়ি” নামেও পরিচিত। এই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে । এই পবিত্র স্থানে চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে । খবর পেয়ে তদন্তে আসে পুলিশ । তবে আজ রাত অব্দি পুলিশ চুরির কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।।

