সংকল্প দে,বীরভূম,২০ জানুয়ারী : বীরভূমের খয়রাশোল থানার নাকের ডগায় ভর সন্ধ্যেয় সরকারি হাসপাতালের এক চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে । নগদ ও গহনা মিলে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে পেশায় হোমিও চিকিৎসক সরোজ পণ্ডিতের বাড়িতে । তিনি জানিয়েছেন, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০ ভরির মত সোনারুপোর গহনা লুটপাট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ রবিবার সন্ধ্যা প্রায় পৌনে ৯ টা নাগাদ এই দুঃসাহসিক ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । তবে ঘটনার ২৪ ঘন্টা পরেও পুলিশ ডাকাতির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
চিকিৎসক সরোজ পণ্ডিত জানিয়েছেন, পার্শ্ববর্তী ভবানীমাঠ এলাকায় তার শ্বশুরবাড়ি । সেখানে মেলা চলছে । রবিবার দুপুর ১২ টা নাগাদ নিজের গাড়িতে চড়ে স্বপরিবারে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন । সন্ধ্যা প্রায় ৮ টা নাগাদ তারা শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া সেরে ফের গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন । তারা প্রায় সাড়ে ৮ টা নাগদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজা খোলা । বাড়ির জানালার লোহার গ্রিল গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে । এরপর ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা । ঘরের খাটে জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে৷ আলমারির লকারের তালা ভাঙা এবং নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০ ভরির মত সোনারুপোর গহনা উধাও হয়ে গেছে । এরপর তিনি খয়রাশোল থানার ওসিকে ফোন করে বিষয়টি জানান ।
এদিকে থানার ঢিল ছোঁড়া দূরত্বে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে । পাশাপাশি খয়রাশোল থানার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী । চিকিৎসক সরোজ পণ্ডিত বলেন,’ভর সন্ধ্যায় থানার সামনে একজন মেডিকেল অফিসারের বাড়িতে যদি এমন দুঃসাহসিক ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে ?’ পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।