শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১২ মে : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে রবিবার রাতে । বাড়িতে কেউ না থাকার সূযোগে একাধিক দরজার তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার সাহাপুর গ্রামের অভিজিৎ হাজরার বাড়িতে । তিনি জানান,আলমারির তালা ভেঙে সোনার গহনা, কাঁসা পিতলের যাবতীয় বাসনপত্র এবং নগদ ২০,০০০ টাকা টাকা চুরি হয়েছে৷ সব মিলে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,মন্তেশ্বর সাহাপুর বাজারের কাছে বাড়ি পেশায় কৃষক অভিজিৎ হাজরার৷ বাড়িতে রয়েছেন স্ত্রী অলেখা হাজরা৷ তাদের এক ছেলে ও এক মেয়ে ৷ মেয়ের বিয়ে হয়েছে মন্তেশ্বর গ্রামে । এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকে । অলেখাদেবী জানান,তিনি ও তার স্বামী শনিবার মন্তেশ্বরে মেয়ের বাড়ি গিয়েছিলেন৷ শনি এবং রবিবার তারা মেয়ের বাড়িতেই ছিলেন। তাদের দালান বাড়ির গেটে এবং ঘরগুলিতে তালা লাগানো ছিল । আশেপাশেই বসবাস করে তার দেওররা । আজ সোমবার সকালে তার সেজ জা ফোন করে জানান যে বাড়ির গেট এবং সমস্ত ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে৷ একথা শুনে তিনি এবং তার স্বামী তৎক্ষনাৎ বাড়ি ফিরে আসেন ।
তিনি বলেন, বাড়ি এসে দেখি গেট এবং ঘরগুলি তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে৷ শোবার ঘরে ঢুকে দেখি সমস্ত জিনিস লন্ডভন্ড করা । আলমারির তালা ভেঙেছে দুষ্কৃতীরা । আলমারিতে ধান বিক্রির ১৫-২০ হাজার টাকা, দু’ভরি সোনার গহনা ও গৃহদেবতার কাঁসা-পিতলের বাসনপত্র রাখা ছিল । সেগুলি উধাও হয়ে গেছে ।’
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আছে মন্তেশ্বর থানার পুলিশ । কিন্তু আজ বিকাল পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি৷ এদিকে এই দুঃসাহসিক এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় সিভিক ভলান্টিয়ারকে দিয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হত । কিন্তু এখন পাহাড়ার কোনো ব্যবস্থা নেই । তারা সাহাপুর বাজারে রাতে টহল নারীর ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন ।।

