দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ নভেম্বর : কালী পূজোর আবহেই পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামের শতাব্দীপ্রাচীন ক্ষ্যাপাকালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে সোমবার রাতে । মন্দিরের গেটের তালা ভেঙে দেবীর রূপোর মুকুট, সোনার হার, সোনার জিভ, নথসহ কয়েকলক্ষ টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় ভাতার থানার পুলিশ । ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,ওড়গ্রামের রায়পাড়ায় রয়ে ক্ষ্যাপাকালী মন্দির । পাঁচ শতাধিক বর্ষ প্রাচীন এই মন্দির । বহু মানুষ দেবীর কাছে মানত করেন । মানত পূর্তির পর তারা দেবীর উদ্দেশ্যে সোনা ও রূপার গহনা দেবীর উদ্দেশ্যে নিবেদন করে যান । মন্দির কর্তৃপক্ষের দাবি যে দেবীর শরীরে প্রায় ১০ ভরি সোনার অলঙ্কার এবং কয়েক কেজি রূপোর গহনা ছিল ।
স্থানীয় সূত্রে খবর,সোমবার রাতে শান্তি আঁকুড়ে নামে মন্দিরের এক সেবাইত মন্দিরে ঘুমচ্ছিলেন । আর সেই সময়েই দুষ্কৃতীরা মন্দিরে হানা দিয়ে মন্দিরের পূর্ব দিকের গেটের তালা ভেঙে লুটপাট চালায় । দাবি করা হচ্ছে যে সেবাইতের মুখে চেতনা নাশক কিছু ছিটিয়ে দেওয়া হয়েছিল, যেকারনে তিনি চুরির বিষয়টি টের পাননি । আজ মঙ্গলবার সকালে চুরির ঘটনার কথা জানাজানি হতে মন্দিরে প্রচুর লোকজন জড়ো হয় । এলাকার জনপ্রিয় এই মন্দিরে এভাবে চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । শোকস্তব্ধ হয়ে পড়েন দেবীর ভক্তরা । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।