এইদিন ওয়েবডেস্ক,লাহোর,২৩ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি চরম সীমায় পৌঁছে গেছে । অভাবের তাড়নায় বহু মানুষ এখন চুরি-ডাকাতির পেশাতে পর্যন্ত নেমে পড়েছে । কেউ কেউ উপার্জনের আশায় নাম লেখাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলিতেও । ফলে আর্থিক সঙ্কটের মাঝে সন্ত্রাসবাদের আঁতুর ঘর পাকিস্তানের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে । চুরি,ডাকাতি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে পাকিস্থানে । দুষ্কৃতীদের নিশানা থেকে বাদ যাচ্ছে না সেদেশের সেলিব্রিটিরাও ।
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তথা উপস্থাপক ইরতিজা রুবাব ওরফে মীরার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । পাকিস্থানি মূদ্রায় প্রায় এক কোটি মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । এই ঘটনায় স্থানীয় থানায় মামলা করেছেন অভিনেত্রী ।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) অভিনেত্রীর লাহোরের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে । সেই ঘটনার সময় বাড়িতে ছিলেন না মীরা।
বৃহস্পতিবার রাত ১২ টার পর বাড়িতে ফিরে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি । পরের দিন শুক্রবার সকালে অভিনেত্রী বুঝতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে । এই ব্যাপারে বাড়ির এক গৃহকর্মীকে জিজ্ঞাস করলে মীরা জানতে পারেন যে ‘কাসিম’ নামে এক আর এক গৃহকর্মী বাড়িতে নেই। তাকে কল করে সুইচ অফ জানতে পারেন মীরা । কাসিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে শেষে স্থানীয় থানায় গিয়ে তিনি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ।
পুলিশের কাছে অভিনেত্রী জানান সে তার গয়নার বাক্স থেকে হীরার দুটো সেট ( ৮০ লক্ষ টাকা) এবং একটি হাতঘড়ি (২০ লক্ষ টাকা ) চুরি হয়ে গেছে । পরিচারক কাসিমই ওই সমস্ত সামগ্রী চুরি করেছে বলে পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেছেন তিনি । এদিকে অভিনেত্রী মীরার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই কাসিমের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে লাহোর পুলিশ ।
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে পাকিস্তানের সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত ৪৬ বছর বয়সী মীরা । পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডের ‘নজর’ নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন মীরা । পাকিস্তান ও ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয় ইরতিজা রুবাব ওরফে মীরা ।।