এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,০৫ জুলাই : লড়াই থেকে পালানোর অভিযোগে ২৫ জন সেনা জওয়ানকে মৃত্যুদণ্ড দিল কঙ্গোর সামরিক আদালত । কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় রনক্ষেত্র ছেড়ে পালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । মঙ্গলবার কঙ্গোর কেসেগে ও মাতেম্বে গ্রামে নির্ধারিত অবস্থান ত্যাগ করার কারণে বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেসব এলাকায় দ্রুত অগ্রসর হতে সক্ষম হয় ।
কঙ্গোর সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পালিয়ে যাওয়ার অভিযোগে ২৭ জন সেনাসদস্যকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় দোকানপাট থেকে জিনিসপত্র চুরির অভিযোগও আনা হয়। ধৃতদের বিচারের জন্য বুধবার আলিমবোঙ্গোতে একটি সামরিক ট্রাইব্যুনাল স্থাপন করা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান কর্নেল কাবেয়া ইয়া হানু জানান, ২৫ জন সেনাসদস্যকে যুদ্ধক্ষেত্র ত্যাগ, যুদ্ধ সরঞ্জাম ধ্বংস, চুরি এবং আদেশ অমান্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই সেনাসদস্যের মধ্যে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং অন্যজনকে খালাস করে দেওয়া হয়।অভিযুক্তদের আইনজীবী জুলেস মুভওয়েকো জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রুয়ান্ডা-সমর্থিত এম ২৩ সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে কঙ্গোর সেনাবাহিনী। পর্যাপ্ত রসদের অভাব, দুর্নীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে সেনাবাহিনী তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। গত মে মাসে পালানোর অভিযোগে উত্তর কিভুতে আট সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ।।