এইদিন ওয়েবডেস্ক, দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),৩০ মার্চ : কারখানার ভেতরে ট্রাক চাপা পড়ে মৃত ঠিকা শ্রমিকের দেহ পাচারের চেষ্টার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে । এই ঘটনার জেরে শনিবার সকালের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । ক্ষিপ্ত জনতা ঘাতক ট্রাক থেকে ভাঙচুর করে এবং কারখানার জেনারেল ম্যানেজারকে হেনস্তা করে । খবর পেয়ে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ । যদিও মৃতদেহ গায়েব করার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।
জানা গেছে, কাঁকসা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা সরোজ বিশ্বাস (২৭) নামে ওই ঠিকা শ্রমিকের শুক্রবার রাতে ডিউটি ছিল । তিনি ডিউটির ফাঁকে কারখানা চত্বরে শুয়ে বিশ্রাম করছিলেন । সেই সময় একটি ট্রাক পিষে দেয় তাকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এরপর কারখানা কর্তৃপক্ষের নির্দেশে একটি ছোট গাড়ি করে মৃতদেহ গায়েব করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ । তবে মৃত কর্মীর পরিবারের সদস্য ও অন্য শ্রমিকরা গাড়িটি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে । শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ১৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মৃতদেহ দাহ করার জন্য ৫০ হাজার টাকা এবং একজনকে চাকরির দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে শান্ত হয় জনতা ।।