শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৭ মে : দেশ ও হিন্দু বিরোধী পোস্ট করা স্বঘোষিত সাংবাদিক শেখ সাবীর আলীর বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানাতেও দায়ের হল অভিযোগ । মন্তেশ্বর কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) নেত্রী স্বর্ণালী সামন্ত নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে লিখেছেন, ‘গতকাল মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হলো, গতকাল SK Sabir Ali যে হিন্দু বিরোধী এবং জিহাদি, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও জাতীয় সংহতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক ও উস্কানিমূলক পোস্ট একপ্রকার সাম্প্রদায়িক মন্তব্য করেছিল ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ আমরা সকলে অভিযোগ দায়ের করলাম । তিনি জেনার ডাইরি (জিডি) নম্বরও শেয়ার করেছেন । সেই অনুযায়ী মঙ্গলবার ২৬ মে, মন্তেশ্বর থানায় দায়ের করা জিডি নম্বরটি হল : ১৫৮৩/২০২৫ । এনিয়ে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই শেখ সাবীর আলীর বিরুদ্ধে মোট ৬ টি মামলা রজু করা হল। এর আগে সোমবার বর্ধমান থানায় ৫ মামলা রজু হয় ।

জানা গেছে,শেখ সাবির আলীর বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপুর এলাকায় । পেশায় মুরগি ব্যবসায়ীয় সাবির আলীর পিবি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল চালায় । নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সে এলাকায় ঘুরে বেড়ায় । রবিবার সাবির দেশ এবং হিন্দু বিরোধী একের পর এক পোস্ট করে । একটা পোস্টে সাবির লিখেছে,’বর্ধমানে কিছু খান#র ছেলে হিন্দুত্ব হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদের মায়ের ওখানে গুলি করে দেবো।’ অন্য একটা পোস্টে সে লিখেছে,’ভারতবর্ষের মুসলিমদের নিয়ে সরকার তৈরি হয়, ভাবতে হবে আপনাদের ।’ সে লিখেছে,’ভাই ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই, জেগে আছে।’ বর্ধমানের হিন্দু সাংবাদিকদের উদ্দেশ্যে সে ঘৃণা প্রকাশ করে লিখেছে, ‘সাংবাদিক মানে নিরপক্ষ, বর্ধমানে কিছু সাংবাদিক আছে তারা ধর্মনিরপেক্ষ চলছে না, তারা শুধু হিন্দুত্ব হিন্দুত্ব বলেই চলছে, ভারতবর্ষ সঙ্গে গাদ্দারি করেছে কারা? সেই তথ্য তুলে ধরুন ।’ ‘হিন্দু গার্লফ্রেন্ড’ করার ইচ্ছা প্রকাশ করে সাবির লিখেছে, ‘আমি মুসলিম আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে তাকে সবকিছু ভরিয়ে দেবো।’
তার এই পোস্টের পর সোমবার সনাতনী সমাজের পক্ষ থেকে বর্ধমান সদর থানায় ৫ টি অভিযোগ দায়ের করা হয় । হিন্দু সমাজের পক্ষ থেকে সুমিত দত্ত জানান যে এই ঘটনায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের একাধিক থানাতেও অভিযোগ জমা পড়েছে শেখ সাবীর আলীর বিরুদ্ধে । যদিও অভিযুক্তের দাবি যে তাকে ফাঁসানোর কেউ তার ফেসবুক হ্যাক করে ওই সমস্ত পোস্টগুলি করেছিল।।

