এইদিন বিনোদন ডেস্ক,২২ মার্চ : সিনেমা দেখার জন্য ছুটি,বিনামূল্যে টিকিট দিল কেরালার কোচির একটি কোম্পানি এবং কর্ণাটকের বেঙ্গালুরুর একটি কলেজ ।সবচেয়ে ব্যয়বহুল মালায়ালাম ছবি এমপুরান (Empuran) তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড় ভাষায় প্যান-ইন্ডিয়ায় মুক্তি পাচ্ছে । ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এমপুরানের মুক্তির জন্য। মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে । এদিকে কোচির একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি অ্যাসথেটি( Aesthete) কর্মীদের এমপুরান দেখার জন্য বিনামূল্যে টিকিট এবং ছুটি দিয়েছে । পাশাপাশি যে কলেজটি শিক্ষার্থীদের এম্পুরান দেখার জন্য ছুটি দিয়েছিল, তারাও শিরোনামে আসছে। বেঙ্গালুরুর গুড শেফার্ড ইনস্টিটিউশন ২৭শে মার্চ পুরো কলেজের জন্য ছুটি ঘোষণা করেছে। ওইদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি । কলেজটি ছুটির ঘোষণা করে একটি বিশেষ পোস্টারও প্রকাশ করেছে। পোস্টারটিতে লেখা আছে, “আর অপেক্ষা নয়, প্রভুর জাদুর জন্য প্রস্তুত হও।” কলেজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্টারটি শেয়ার করা হয়েছে।
এম্পুরান হল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘লুসিফার’-এর দ্বিতীয় অংশ। মুরলী গোপি ছবিটির চিত্রনাট্য লিখছেন। এম্পুরান হলো একটি চলচ্চিত্র সিরিজের দ্বিতীয় অংশ যার কাহিনী তিন ভাগে বিভক্ত । ‘এমপুরান’ ছবিটি কর্ণাটকে পরিবেশন করছে বিখ্যাত প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস। ছবিটি উত্তর ভারতে পরিবেশন করছে অনিল থাদানির মালিকানাধীন এএ ফিল্মস।।