এইদিন ওয়েবডেস্ক,১৩ মে : কলম্বিয়ার একটি আদালত চিকিৎসা সহায়তায় আত্মহত্যাকে (Medically Assisted Suicide) আইনি স্বীকৃতি দিয়েছে । সেক্ষেত্রে জটিল রোগে আক্রান্ত রোগী আত্মহত্যা করতে ইচ্ছুক হলে তিনি চিকিৎসা কর্মীদের সহায়তা পাবেন । সেখানকার আইনজীবীদের মতে এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে কলম্বিয়া এখন লাতিন আমেরিকার প্রথম দেশ হয়ে উঠেছে । তবে কলম্বিয়া ছাড়াও, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যও চিকিৎসা সহায়তায় আত্মহত্যার অনুমতি দেয় ।
প্রসঙ্গত,১৯৯৭ সাল থেকে কলম্বিয়ায় ইউথানেশিয়া(euthanasia) বৈধ । তবে এটি প্রথম ব্যবহৃত হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে । দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক রোগী রোগযন্ত্রণা থেকে মুক্তি পেতে এই নিয়মটি প্রয়োগ করেছিলেন । তবে এই নিয়মে কিছু জটিলতা থেকে যাওয়ায় এটির আইনি স্বীকৃতির জন্য আদালতে একটি মামলা রজু করেছিল কলম্বিয়ার রাইট-টু-ডাই গ্রুপ DescLAB । বুধবার মামলার রায় ঘোষণা করে আদালত ।
DescLAB-এর গবেষণা পরিচালক লুকাস কোরেয়া বলেছেন, ‘এটি একটি নতুন প্রক্রিয়া যা, ইচ্ছামৃত্যু সহ, আমাদের বিনামূল্যে, নিরাপদ এবং চিকিৎসা সহায়তাপ্রাপ্ত মৃত্যুতে পৌঁছাতে সাহায্য করে ৷ মর্যাদার সাথে মৃত্যুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আমাদের দেশ ।’।