প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ মে : ট্র্যাক চেঞ্জের সময় একই লাইনে চলে আসা মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হল যাত্রীবাহী ডাউন ব্যান্ডেল লোকাল । বুধবার রাত ৯টা ১৬মিনিট নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের শক্তিগড় স্টেশনের কাছে। দুর্ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও ব্যান্ডেল লোকালের যাত্রীরা যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাতেই ঘটনাস্থলে পৌছান রেলের আধিকারিকরা। তাদের উপস্তিতেই শুরু হয় ল্যানচ্যুত হওয়া ট্রেনের বগি লাইনে তোলার কাজ। এর জন্য দুর্ঘটনার পর থেকেই ডাউন বর্ধমান- হাওড়া লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে থাকে।রাত পার হলে বৃহস্পতিবার সকাল থেকেই ডাউন লাইনে ট্রেন চলাচল স্বভাবিক হয়ে যাবে এমন কোন আভাস যদিও গভীর রাত পর্যন্ত রেল দফতরের কর্তাদের কাছ থেকে মেলেনি ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন,৩৭৭৮৪ ডাউন বর্ধমান – ব্যান্ডেল লোকাল ট্রেনটি রাত ৯টা ১৬ মিনিট নাগাদ শক্তিগড় স্টেশন ঢোকার মুখে দুটো বগি লাইনচ্যুত হয় । ট্রেনটির গতি কম থাকায় বড় সড় কোন বিপত্তি ঘটে নি । ট্রেনের কোন যাত্রী জখম হওয়া বা হতাসতের কোন খবর নেই। দুর্ঘটনার খবর পেয়েই রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছেচেন।লাইনচ্যুত ট্রেনের বগি লাইনে তোলার কাজ রাতেই শুরু করা হয়। এই দুর্ঘটনার প্রভাব পড়েছে বর্ধমান হাওড়া ডাউন লাইনে ।
দুর্ঘটনাগ্রস্ত ডাইন ব্যান্ডেল লোকালের যাত্রী শুভঙ্কর হালদার বলেন,আমরা বর্ধমান থেকে ট্রেনে চড়ে হাওড়া যাচ্ছিলাম। শক্তিগড়ে প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেনের গতি কমে । ওই সময়ে আমরা ট্রেনে বসেই ঝাঁকুনি অনুভব করি । তারপর ট্রেনের কামরার দরজা থেকে বাইরের দিকে মুখ বাড়িয়ে দেখি ট্রেনের সামনের দিকের একটা বগি লাইনচ্যুত হয়ে গেছে। ওই যাত্রীর কথায় ট্রেন ধীরে চলছিল বলে বড়সড় কোন অঘটন ঘটে নি । কোন হতাহতের ঘটনাও ঘটেনি । ট্রেনের গতি বেশী থাকলে হয়তো অনেক বড় বিপদ ঘটে যেত ।
দুর্ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশও ঘটনাস্থলে পৌছে সবিস্তার খতিয়ে দেখে। পরে পুলিশ অফিসার মনোজ দত্ত বলেন,ঘটনাস্থলে
এসে দখলাম একই লাইনে মালগাড়ি ও লোকাল ট্রেনটি ঢুকে পড়াতেই বিপত্তি ঘটেছে। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতেই লোকাল ট্রেনটি লাইনছ্যুত হয়েছে । তবে বড়সড় কোন অঘটন ঘটেনি ।কোন হতাহতের খবর নেই। কোন যাত্রী জখম হয়েছে এমন খবরও পাওয়া যায়নি ।।