এইদিনআন্তর্জাতিকডেস্ক,১৮আগস্ট: সমকামী সম্পর্কের টানাপোড়েনের জেরে নৃশংসভাবে খুন হয়ে গেলেন বাংলাদেশের ফরিদপুরের এক কলেজ পড়ুয়া । রবিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুরের চাড়ালদিয়া বিল থেকে শেখ রেদোয়ান (২৫) নামে ওই কলেজ পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ । মৃত যুবক ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ২২ রশি গ্রামের প্রবাসী শেখ আবু বক্কার সোহেলের ছেলে। সে গাজীপুরের একটি বেসরকারি কলেজে বিএসসি. বিভাগের ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় মৃতের সমকামী সঙ্গী জহুরুল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ । আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির ভাঙ্গা উপজেলার চাড়ালদিয়া গ্রামের লুকমান মুন্সীর ছেলে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর কেরানীগঞ্জের অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে বন্ধু জহুরুলের ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে সদরপুর থেকে পাশের ভাঙ্গা উপজেলার চাড়ালদিয়া গ্রামে গিয়েছিল শেখ রেদোয়ান । তারপর সে নিখোঁজ হয়। ১৪ আগস্ট রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন । নিখোঁজের চার দিন পর,রবিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুরের চাড়ালদিয়া বিল থেকে অর্ধগলিত এক যুবকের দেহ উদ্ধার করে ভাঙ্গা থানা-পুলিশ । পুলিশ দেখতে পায় যে লাশের গলা, হাত-পা, শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর গভীর ক্ষত রয়েছে ।
জানা যায়, র্যাব-১০ এর একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রেদোয়ান হত্যার মূল আসামি জহুরুলকে রবিবার রাতে ভাঙ্গা থেকে পাকড়াও করে । পাশাপাশি হত্যায় ব্যবহৃত চাকু ও শেখ রেদোয়ানের খোয়া যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার হয় ।
জেরায় ঘাতক জহুরুল স্বীকার করেছে যে,কিছু দিন ধরে তাকে ঠিকমত সঙ্গ দিচ্ছিল না শেখ রেদোয়ান । তাতে জহুরুলের সন্দেহ হয় যে রেদোয়ান অন্য কোনো সমকামী সঙ্গীর প্রেমে ফেঁসে গেছে । এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয় । সেই সময় একটা চাকু দিয়ে সে রেদোয়ানের শ্বাসনালী কেটে দেয়৷ পরে রাতে তাকে বাড়ির পাশে পুকুরে মধ্যে ডুবিয়ে রাখে। ২ দিন পর যখন রেদোয়ানের লাশ ভেসে ওঠে। এরপর তাকে বালির বস্তা, ইটের বস্তা দিয়ে বেঁধে নৌকা নিয়ে বিলের মধ্যে ডুবিয়ে রাখে এবং যাতে ভেসে না ওঠে এজন্য আবার চাকু দিয়ে শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত করে দেয় ।
এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আশরাফ হোসেন জানান, গত ১৩ আগস্ট বিকেল ৫টার দিকে রেদোয়ান মোটরসাইকেল নিয়ে সদরপুরের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া বিলের মধ্যে একজন অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি রেদোয়ানের বলে নিশ্চিত করে তার পরিবার।।