দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : পারিবারিক অভাবের কারনে যারা ডব্লিবিসিএস বা সমতূল্য পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণের সুযোগ নিতে পারেন না,সেই সমস্ত পড়ুয়াদের সাহায্যার্থে এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ঝংকার ক্লাব । তাও একেবারে বিনামূল্যে । মঙ্গলবার এই ‘ফ্রি কোচিং সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাসিশ সেনের হাত দিয়ে । ক্লাবের পক্ষ থেকে একটি আইনি পরিষেবা কেন্দ্রেরও উদ্বোধন করা হয় । এদিনের অনুষ্ঠানে এসপি ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়া মহকুমাশাসক অর্চনা পি ওয়াংখের, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস, এসডিপিও কৌশিক বসাক প্রমূখ ।
ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন,ডব্লিবিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নিতে মোট ১০০ জন এই কোচিং সেন্টারে ভর্তির জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে একটি পরীক্ষা নেওয়া হয় । উত্তীর্ণ হন ৪০ জন । আপাতত এই ৪০ জনকে নিয়ে ক্লাস শুরু হবে । সপ্তায় দু দিন এই প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণ দেবেন শহরের বিভিন্ন স্কুল কলেজের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা । এছাড়া মাঝেমধ্যে প্রশাসনিক আধিকারিকরাও ক্লাসে এসে পড়ুয়াদের টিপস দিয়ে যাবেন বলে জানানো হয়েছে ।।