এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ আগস্ট : খেলা করার সময় গলায় দড়ির ফাঁস জড়িয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির ছাত্রীর.। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের মৌড়ডাঙ্গা গ্রামে । মৃতশিশুর নাম অন্নপূর্ণা প্রামানিক (১০) । লক্ষণ প্রামানিক ও চন্দনাদেবীর একমাত্র সন্তান ছিল শিশুটি । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ শিশুর বাবা-মা পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,মৌড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর লক্ষণবাবুর ইঁটের দেওয়াল টিনের ছাউনি দেওয়া দু’তলা বাড়ি রয়েছে । মেয়ের খেলা করার জন্য দু’তলার একটি ঘরের ছাউনির কাঠামোর সঙ্গে দড়ি দিয়ে একটি দোলনা করে দিয়েছিলেন লক্ষণবাবু । রবিবার দুপুরে খাওয়ার আগে ওই দোলনায় চড়ে খেলা করছিল অন্নপূর্ণা ৷ সেই সময় তার বাবা-মা বাড়িতে নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন । উপরে ঘরে একাই খেলা করছিল শিশুটি ।
জানা গেছে,বেশ কিছুক্ষণ ধরে শিশুটির সাড়াশব্দ না পেয়ে চন্দনাদেবী তাঁর মেয়েকে ডাকাডাকি করেন । কিন্তু তার মেয়ের কোনও উত্তর না পেয়ে তিনি উপরে গিয়ে দেখতে পান দোলনার দড়িতে গলায় ফাঁস লেগে পড়ে রয়েছে অন্নপূর্ণা । এরপর চন্দনাদেবীর চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । কিন্তু ওইদিন সন্ধ্যা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির ।।