এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : জল নিকাশি নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশীর সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক রঙ চড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে । ভাতার থানার ছাতনি গ্রামের বাসিন্দা বিমল চট্টোপাধ্যায় ও অজিত চট্টোপাধ্যায়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জল নিকাশ নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিবাদ চরমে ওঠে । বচসার মধ্যেই অজিত চট্টোপাধ্যায় ও তাঁর ভাই সন্তু চট্টোপাধ্যায় মিলিতভাবে বিমলবাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ ।বিমল চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সন্তু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। অন্য অভিযুক্ত অজিত চট্টোপাধ্যায়ের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে ।
আজ বুধবার জখম বিমল চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোয়ার এবং ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল আলম, ভাতাড় অঞ্চল তৃণমূল সভাপতি অমিত হুই। তাঁরা জখম ব্যক্তির পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি শান্তনু কোয়ার দাবি করেন, অভিযুক্ত অজিত চট্টোপাধ্যায় বিজেপির স্থানীয় নেতা। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়েই হামলা চালানো হয়েছে। যদিও ধৃতের দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।।

