এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২২ এপ্রিল : মার্কিন নাগরিক শাদেদ আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিল চীনের একটি আদালত । বৃহস্পতিবার ঝেজিয়াং প্রদেশের নিংবো ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে এই সাজা ঘোষণা করা হয় । মতিনের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রীকে নৃসংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ রয়েছে । মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক জানিয়েছেন, তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন ।
জানা গেছে,বছর একুশের নিহত তরুনী চেন আদপে চীনা নাগরিক ছিলেন । বাবা-মায়ের অমতে আব্দুল মতিনকে বিয়ে করেছিলেন চেন । কিন্তু ২০১৯ সালের জুনে মতিনের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায় । আর এনিয়ে তাঁদের দু’জনের মধ্যে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল । তারই মাঝে একদিন আলোচনার জন্য চেনকে নিংবোর একটি বাসস্ট্যান্ডে আসতে বলেছিল মতিন । কথামত চেন সেখানে যেতেই মতিন একটি চাকু দিয়ে তার উপর হামলা চালায় । সে চেনের মুখ ও ঘাড়ে নৃসংসভাবে কুপিয়ে তাকে খুন করে পালায় । যদিও পরে ধরা পড়ে যায় অভিযুক্ত । তারপর থেকে সে জেলেই ছিল । বৃহস্পতিবার তাঁকে মৃত্যু দন্ডে দন্ডিত করে আদালত ।।