এইদিন ওয়েবডেস্ক,সীতামারহি(বিহার),২২ ডিসেম্বর : বলিউড অভিনেতা সোনু সুদের মানবিকতায় এক পা ফিরে পেতে চলেছে বিহারের শিশু । চিকিৎসকের গাফেলতির কারনে বিহারের সীতামারহি জেলার পারিহার ব্লকের মালহা টোলের সরকারি স্কুলে পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রশান্ত কুমারকে (৭) তার বাম পা’টি হারাতে হয় । গত কয়েক বছর ধরে প্রশান্ত এক পায়ে ভর দিয়ে প্রায় এক কিমি দূরে স্কুলে যাতায়ত করছে । ঘটনার কথা জানতে পেরে শিশুটির কৃত্রিম পা লাগানোর বিষয়ে উদ্যোগী হন সোনু সুদ । তিনি তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে শিশুটিকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন । সোনু সুদ টুইটারে লিখেছেন, ‘প্রশান্ত এখন একটি নয়, দুই পায়ে লাফিয়ে স্কুলে যাবে । টিকিট পাঠাচ্ছি,এবার থেকে দুই পায়ে হেঁটে স্কুলে যাবে তুমি ।’
কয়েক বছর আগে চিকিৎসকদের ভুলের কারণে প্রশান্তকে তার একটি পা হারাতে হয়েছিল। চিকিৎসকরা তাকে একটি ভুল ইনজেকশন দিয়েছিলেন, যার কারণে তাকে প্রাণ সংশয়ে পড়তে হয়েছিল । শেষে প্রাণ বাঁচাতে প্রশান্তর বাম পা’টির হাঁটুর ওপর থেকে কেটে বাদ দিতে হয় । ফলে ঘন অন্ধকার ছেয়ে যায় শিশুর জীবনে । প্রশান্তর মা ফুলন দেবী বলেন, ‘আমাদের দিন আনা দিন খাওয়া সংসার । অভাবের কারনে ছেলের কৃত্রিম পা লাগাতে পারিনি ।’
যদিও এই পরিস্থিতি সত্ত্বেও হাল ছাড়েননি প্রশান্ত । এই অবস্থাতেই সে লাফিয়ে লাফিয়ে স্কুলে যায় । শিক্ষিকা প্রিয়াঙ্কা কুমারী বলেছেন,’একটি পা হারানোর পরেও প্রশান্ত তার সাহস হারাননি । সে প্রতিদিন স্কুলে আসে। প্রশান্ত তার বাড়ি থেকে স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার দূরত্ব এক পায়ে লাফিয়ে লাফিয়ে অতিক্রম করে । কাঁধে থাকে তার বইপত্র বোঝাই ব্যাগটি ।’
জানা গেছে,সরকারিভাবে শিশুটিকে শুধুমাত্র একটি ক্রাচ দেওয়া হয়েছিল । তারপর আর কোনো উদ্যোগই নেওয়া হয়নি । কিন্তু ভারি ক্রাচ বহন করা অসম্ভব হয়ে উঠেছিল শিশুটির কাছে । তাই সেটি বাড়িতে ফেলে রেখে সে লাফিয়ে লাফিয়েই স্কুলে যায় এখন । সম্প্রতি প্রশান্তর স্কুলে যাওয়া ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । ভিডিওটি নজরে পড়ে যায় অভিনেতা সোনু সুদের । তারপর তিনি তাঁর সোনু সুদ ফাউন্ডেশনের সহায়তায় প্রশান্তর কৃত্রিম পা লাগানোর বিষয়ে উদ্যোগী হন ।।