এইদিন ওয়েবডেস্ক,বালাঘাট,১৮ মার্চ : মধ্যপ্রদেশের বালাঘাটে একটি চার্টার প্লেন বিধ্বস্ত হয়ে পাইলট এবং প্রশিক্ষণার্থী পাইলটের মৃত্যু হয়েছে । শনিবার বিকেল ৩.২০ মিনিট নাগাদ বালাঘাট জেলা সদর থেকে প্রায় ৪০ কিমি দূরে লাঞ্জি ও কিরনাপুরের মধ্যে ভাক্কুটোলা-কসমরা পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে । এটিসি গোন্দিয়ার এজিএম কমলেশ মেশরাম জানিয়েছেন,দূর্ঘটনায় পাইলট মোহিত এবং ট্রেনি পাইলট রুকাশঙ্ক ভারসুকার মৃত্যু হয়েছে । জানা গেছে,বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল । এদিন বিকেলে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বিরসি এয়ারস্ট্রিপ থেকে উড্ডয়ন করেছিল । কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পরের দূর্ঘটনার কবলে পড়ে বিমানটি ৷
দুর্ঘটনার পরে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার এসপি হক ফোর্স জওয়ানদের একটি মেডিকেল টিমের সাথে একটি স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে ছুটে যান । কিন্তু বালাঘাট জেলার দুর্ঘটনাস্থলের দুই পাশে পাহাড় রয়েছে । আর পাহাড়ের মাঝখানে ১০০ ফুট গভীর খাদে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে । দুর্ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ৭ কিলোমিটার জঙ্গল ও পাহাড়ি পথ পায়ে হেঁটে যেতে হয়। কিন্তু ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকারী দল ও কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে ।
এর আগে ২০১৭ সালে বালাঘাট জেলার খয়েরলাঞ্জি তহসিলের লাভানীপুর গ্রামে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল । তখন বিমানটি একটি রোপওয়ে গাছ ও টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায় । তবে এদিনের দূর্ঘটনার কারন জানা যায়নি । উল্লেখ্য, মহারাষ্ট্রের গোন্দিয়ার বিরসি এয়ারস্ট্রিপে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয় । অনেক সময় এখান থেকে মধ্যপ্রদেশ সীমান্তে ফ্লাইটও চলে ।।