এইদিন ওয়েবডেস্ক,বান্দরবান(বাংলাদেশ),১৫ জুলাই : বাংলাদেশে চাকমা জনজাতি ব্যক্তিকে নৃশংসভাবে শিরোচ্ছেদ করে খুনের ঘটনা ঘটল । বাংলাদেশের বান্দারবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘমারা হেডম্যান পাড়ায় বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে এই ঘটনাটিব ঘটেছে । নিহতের নাম শৈসিং মং (৪০) । তাঁর বাড়ি লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে। তিনি বাগমাড়ায় ঘরজামাই থাকতেন বলে জানা গেছে । বর্গাচাষের পাশাপাশি বিদ্যুৎ লাইনের মেকানিকের কাজ করতেন তিনি । বান্দারবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন,’মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । খুনের কারন স্পষ্ট নয় । আমরা পরিবারের লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলছি । এই খুনের ঘটনা ঠিক কি কারণে ঘটেছে, কারা ঘটিয়েছে, পরিকল্পিত কি না, তা তদন্ত শেষে বিস্তারিতভাবে জানা যাবে ।’
নিহত শৈসিং মংয়ের স্ত্রী উমেনু বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শৌচকর্ম সারতেন বাড়ির বাইরে গিয়েছিলেন আমার স্বামী । তার কিছুক্ষণ পরেই কয়েকজন মুখোশধারী এসে আমার মুখ একটা মুখোশে ঢেকে পালিয়ে যায় । আমি মুখোশ খুলে চিৎকার করতে শুরু করি । তারপর পরিবারের বাকি লোকজন এবং প্রতিবেশীরা ছুটে এলে আমার স্বামীর সন্ধানে বেড়িয়ে পড়ি । তখন বাড়ির কিছুটা পাশেই আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি । স্বামীর মাথাটি দেহ থেকে ঝুলে পড়েছিল ।’
পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । এদিকে খুনের কারন নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । তবে পাড়ার প্রধান কারবারি পুথোয়াই অং জানান, তাদের পারিবারিক অশান্তি ছিল । স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকবাএ মারপিটের ঘটনাও ঘটেছে । পারিবারিক অশান্তি নাকি এর পিছনে অন্য কোনো কারন আছে তা তদন্ত করে দেখছে পুলিশ ।।