জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,পশ্চিম বর্ধমান,০১ এপ্রিল : রাণীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় যুক্ত কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে আদালতে পেশ করার সময় গোটা আদালত চত্বর আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হলেও জেল চত্বরে গাড়ি থেকে নামার সময় সিআইডিকে সে হুমকি দেয়। সিআইডি তার বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে।
প্রসঙ্গত,গত ৯ ই জুন রাণীগঞ্জের সোনার দোকানে ডাকাতি, ২০২২ সালে রাণীগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সহ একাধিক দুষ্কর্মের সঙ্গে যুক্ত মাস্টারমাইন্ড সন্দেহে বিহারের পাটনার বেউর জেল বন্দী কুখ্যাত দুষ্কৃতি সুবোধ সিংকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসে সিআইডি। তাকে আদালতে পেশ করা হলে আদালত একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সোমবার পুলিশের কড়া নিরাপত্তায় সুবোধ সিংকে ফের আসানসোল আদালতে পেশ করা হয়। সিআইডি তাকে ১৪ দিনের হেফাজতে চাইলেও আইনজীবিদের কর্মবিরতির জন্য আদালত তাকে ৩ রা জুলাই পর্যন্ত আসানসোল জেলে পাঠান। এদিন সুবোধের বা সরকারি আইনজীবি- কেউই উপস্থিত ছিলেন না।
পাশাপাশি বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনারায়ানপুর নাকা পয়েন্টে রানীগঞ্জের ডাকাতি কান্ডে ধৃত সুরোজ সিংকে নিয়ে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনার পুনির্মানের কাজ শুরু করে পুলিশ।এদিন পুলিশকে দেখায় কিভাবে ঝাড়খন্ড থেকে বাংলায় কোন রাস্তা দিয়ে সে ও তার দলের সদস্যরা রানীগঞ্জে এসে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল।।