শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৮ জুলাই : ফের বেপরোয়া গতির কারনে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মেমারিতে । আজ রবিবার ভোরে দুধ ও ডিম বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুই গাড়ির চালকসহ অন্তত ৬ জন । পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে । দুর্ঘটনাটি ঘটে মেমারি মন্তেশ্বর-রোডে মেমারির দুর্গডাঙ্গা এলাকায় । বিগত সাতদিনে একই এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।
জানা গেছে,এদিন ভোরে মেমারি দিক থেকে আসছিল একটি ১২ চাকা দুধের ট্যাংকার । প্রায় ৩:৩০ নাগাদ ট্যাঙ্কারটি মেমারি থানার অন্তর্গত দুর্গ ডাঙ্গা এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা ডিম বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশ কার্যত দুমড়েমুচড়ে যায় । গুরুতর আহত হয় চালক । অন্যদিকেব
দুধের ট্যাঙ্কাকারের তেমন কোন ক্ষতি না হলেও, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। গাড়ি দুটিকে ক্রেনের সাহায্যে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটতে থাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বারবার দাবি করা সত্ত্বেও স্পীড ব্রেকার নির্মান করা হচ্ছে না সড়ক পথের উপর । যেকারনে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে এবং দুর্ঘটনার কবলে পড়ে মানুষের বেঘোরে প্রাণ যাচ্ছে ।।