এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী বোঝাই বাস । আজ সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার সাহেবগঞ্জ গ্রামের কাছে । দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী । তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় । স্থানীয়দের সহযোগিতায় ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ।
জানা গেছে,আজ সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা নির্মল ঘোষের ছেলে সঞ্জু ঘোষের বিয়ের অনুষ্ঠান ছিল । কনের বাড়ি আদরাহাটি । বাসটি রাতে বরযাত্রী নিয়ে আদরাহাটির উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু কিছুটা যাওয়ার পরেই একটি টোটোকে রাস্তা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। তবে বাসের গতি অল্প থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি । দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে পুলিশ আসে । তবে টোটোটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।।
